ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল ইসলাম
৩ ডিসেম্বর, ১৯৮৪ খ্রিস্টাব্দে কুমিল্লার দাউদকান্দির দুর্গাপুর গ্রামের তালুকদার বাড়িতে এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল ইসলাম। পিতা আবুল কাশেম তালুকদার ও মাতা আছমা আক্তারের তিন পুত্র এবং এক কন্যা সন্তানের মধ্যে তিনি জোষ্ঠ্য। তার শৈশব কেটেছে কুমিল্লার দাউদকান্দি ও কোটবাড়ি এবং মুন্সীগঞ্জের গজারিয়ায়। পারিবারিক জীবনে তিনি স্ত্রী মোসাম্মৎ রাজিয়া সুলতানা, দুই কন্যা নুসাইবা তালুকদার ও নুরাইয়া তালুকদার এবং পুত্র নুবাইদ ইসলামকে নিয়ে সুখী জীবনযাপন করেন।

তিনি ২০০০ খ্রিস্টাব্দে চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ২০০১ খ্রিস্টাব্দে মুন্সীগঞ্জের গজারিয়া কলিমুল্লাহ ইন্সটিটিউট কলেজে এইচএসসি শ্রেণীতে ভর্তি হন; সেখানে দ্বিতীয় বর্ষে পরকালীন ভর্তি হন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে (পাওয়ার টেকনোলজি); ফলে তার আর এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি। তিনি ২০০৫খ্রিস্টাব্দে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করে ২০০৬ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন এবং ২০১০ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। তিনি ২০১৫ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমবিএ করেন। এছাড়াও তিনি কানাডা কলেজ, মন্ডিয়েল, কুইবেক, কানাডাতে IELTS করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কমার্সের উপর ডিপ্লোমা; ACN Corporation Canada তে সেলস ডেভেলপমেন্ট, বিজনেস এনালাইসিস ও ইন্টেলিজেন্স; ক্যারেটবার ইন্টারন্যাশনাল লিমিটেড, স্টুটগার্ড, জার্মানিতে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে বিজনেস এবং ফ্রান্স, ইতালি ও সুইডেন থেকে ই-কমার্স বিজনেস এর উপর একাধিক প্রশিক্ষণ নেন। তিনি মোবাইল অ্যাপস Fabric Lagbe এর কর্ণধার ও উদ্ভাবক। বর্তমানে তিনি নিজ প্রতিষ্ঠিত NSTAR GROUP এর Managing Director ও C.E.O.

লেখক ব্যবসায়িক কাজ ও উদ্যোক্তা প্রশিক্ষক হিসেবে এ পর্যন্ত ৪২ টি দেশ ভ্রমণ করেছেন। অর্জন করেছেন বেশ কিছু দেশী-বিদেশী অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট। তিনি বাংলাদেশ বণিক সমিতি ও বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সদস্য।
“কি চেয়েছি কি পেলাম” তার প্রকাশিত প্রথম গ্রন্থ। “সফলতার জন্য উন্মাদনা” তার প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ।
লেখক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নিলেও কিভাবে শূন্য থেকে একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, “সফলতার জন্য উন্মাদনা” গ্রন্থটি তার এক দালিলিক প্রমাণ। আশা করছি গ্রন্থটি নতুন উদ্যোক্তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়কের ভূমিকা পালন করবে এবং সব শ্রেণীর পাঠকের কাছে সমাদৃত হবে।

এছাড়াও বাংলাদেশের টেক্সটাইল খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য, “ফেব্রিক লাগবে”র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল ইসলাম, ইনোভেশন ক্যাটাগরিতে পেয়েছেন “Excellence in Investment Award 2025”!
এই সম্মানজনক পুরস্কার প্রদান করেন Chief Adviser GOB Professor Dr Muhammad Yunus।