Training for Entrepreneur, SME, Unemployment and Business Growth

প্রবাসে আছেন? আয় রোজগার ভালো না? দেশে আসতে চান কিন্তু চিন্তিত, কি করবেন দেশে এসে?
অনেকদিন হলো বিদেশ করলেন এখন আর ভালো লাগছে না, সব সময় স্ত্রী সন্তান, বাবা-মা এর কথা মনে পড়ে? তাদের সাথে সবসময় থাকতে মন চায়? কিন্তু দেশে এসে কি করবেন?
সবেমাত্র বিয়ে হয়েছে বা নতুন সন্তান পৃথিবীতে আসবে বা আসছে। সব সময় স্ত্রী সন্তানের জন্য মন পড়ে থাকে দেশে। কিন্তু সংসার খরচের আয় আসবে কিভাবে যদি দেশে চলে আসেন?
প্রবাসে আছেন, পুজিও আছে কিন্তু দেশে এসে কি ব্যবসা করবেন? কিভাবে পণ্য কিনবেন? কিভাবে ডেকোরেশন করবেন? কিভাবে ব্যবসায়িক কাগজপত্র করবেন? কে আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে? পণ্য ক্ষতি হলে রিটার্নের গ্যারান্টি কে দিবে? কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের নিশ্চয়তা কোন প্রতিষ্ঠান দিবে? লোকেশন, কাস্টমার ও ভালোবাসা দিয়ে আপনার ব্যবসাকে বড় করতে ও আপনার আয়ের কথা চিন্তা করে প্রতিনিয়ত প্রশিক্ষণ, প্রণোদনা, উৎসাহ, বিক্রয় কৌশল এবং পণ্য ক্রয়ের কৌশল কে শেখাবে?
আমরা জানি সারাক্ষণ আপনার মনে এই নেতিবাচক চিন্তা ভর করে আছে। আপনার এই চিন্তার জায়গাটাকে ইতিবাচক চিন্তায় পরিণত স্বপ্নে নয় বাস্তবে রূপদান করার জন্য আমি মোঃ নাজমুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর অফ এন স্টার গ্রুপ গত ১৫ বছরে বিশ্বের ৪৩ টি দেশ ঘুরে, বিভিন্ন দেশের বাংলাদেশী ভাই বোনদের সাথে কথা বলে আপনাদের কষ্ট, সুখ ও প্রয়োজনীয়তা বুঝতে পারি এবং দীর্ঘমেয়াদী সাসটেইনেবল সমাধানের জন্য আমি গত ২৫ বছর ধরে ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে নতুন নতুন আইডিয়ার বাস্তবায়নের রূপ ধারণ করার ফসল হিসাবে ২০২৩ সালের জাতীয় স্টার্টআপ চ্যাম্পিয়ন পুরস্কার প্রদত্ত হই। আমি কথা বলব আপনিও কি করে বিদেশে বা দেশে একজন ভালো কর্মী বা ব্যবসায়ী হতে পারেন।
রেজিস্ট্রেশনকৃত দেরকে ফর্ম লিঙ্ক দেয়া হবে।
কানাডা, ইতালি, সুইডেন, ফ্রান্স, কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কাতার, দুবাই, সৌদি আরব সহ ৪৩ টি দেশের বাংলাদেশি ভাই বোন, কমিউনিটি, সোসাইটির সাথে সরাসরি আলাপচারিতা ও সুখ-দুঃখের কথা শুনবো।
আমি আমার শতভাগ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কানাডার মত দেশে ব্যবসা বা চাকরি বা নাগরিকত্ব না নিয়ে কেন বাংলাদেশে এলাম এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করলাম সেই বাস্তব অভিজ্ঞতা নিয়ে যেন আপনিও সফল হতে পারেন সেই জন্য এই কর্মশালার আয়োজন।